নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর মাধ্যমে নিরাপদ খাদ্য প্রপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কতৃক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেপ্টেম্বর মাসে জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সাথে ১টি সমন্বয় সভা ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১টি সভার আয়োজন করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা পাবলিক মিটিং, ভিডিও প্রদর্শন, মাইকিং, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ ইত্যাদি প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিএফএসএ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় হতে ৩৭জন খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে এ পর্যন্ত ৩৮ টি খাদ্য স্থাপনা মনিটরিং পরিচালনা করা হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হটলাইন সেবা ৩৩৩ এ প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS