স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি
বিস্তারিত
২৪/১১/২০২২ ইং ও ০১/১২/২০২২ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ,কসবা উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে স্কুলের সামনের খোলা জায়গায় তৈরি খাবার, ফাস্টফুড,রং দিয়ে তৈরি আইসক্রিম না খাওয়া, বেশি বেশি ফলমূল শাকসবজি খাওয়া সহ স্কুলের বাচ্চাদের উপযোগী বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ফারহান ইসলাম। এছাড়াও খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এরপর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে র্যালির মাধ্যমে প্রচারণা চালানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস